সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

By স্টার অনলাইন রিপোর্ট
29 May 2024, 10:07 AM
UPDATED 29 May 2024, 17:19 PM

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আজ বুধবার এ আবেদন দাখিল করেন।

আবেদনে জেনারেল (অব.) আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আইন অনুযায়ী অনুসন্ধান করার আহ্বান জানানো হয়। 

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান নিজেই ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দুদক এ বিষয়ে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট করব।'

বড় ধরনের দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে গত ২১ মে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার পর তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।