বাস ভাড়া কমবে কি না, সরকারের সিদ্ধান্ত কাল

By স্টার অনলাইন রিপোর্ট
31 March 2024, 14:11 PM
UPDATED 31 March 2024, 20:15 PM

ডিজেল ও কেরোসিনের দাম কমানোর পরিপ্রেক্ষিতে নতুন বাস ভাড়া নির্ধারণে আগামীকাল সোমবার বৈঠকে বসবে সরকারি কমিটি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে আগামীকাল দুপুর ১২টায় বিআরটিএ সদর দপ্তরে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাইসিং ফর্মুলা অনুসারে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বর্তমান দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, অকটেনের দাম লিটারে ১২৬ এবং পেট্রোলের দাম ১২২ টাকা অপরিবর্তিত আছে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, 'সরকার যেহেতু জ্বালানি তেলের দাম কমিয়েছে, তাই বাস ভাড়া কমানোর বিষয়টি আসার কথা। এ কারণেই আমরা বৈঠক ডেকেছি।'

জ্বালানি তেলের দাম কমানোয় বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, 'ইতোমধ্যে ২ দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।'

এর আগে, গত ৭ মার্চ ডিজেল ও কেরোসিনের মূল্য ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার।