শ্রীপুরে অর্ধশতাধিক পাখি মৃত্যুর তদন্ত করবে বন্যপ্রাণী অধিদপ্তর

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
28 February 2024, 08:24 AM

গাজীপুরের শ্রীপুরের একটি গ্রামে অর্ধশতাধিক পাখির মৃত্যুর ঘটনার তদন্ত করতে সেখানে যাচ্ছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

দ্য ডেইলি স্টারে গতকাল এ বিষয়ে 'শ্রীপুরে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

আজ বুধবার সকাল ১০টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেলে শ্রীপুর সিটপাড়া গ্রামে পাখির মৃত্যুর ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ জানতে তদন্তে যাবেন।

গতকাল সকাল ১১টার দিকে শ্রীপুরের একটি গ্রামে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়।

জানা যায়, শ্রীপুরের বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামে একটি পোশাক কারখানার পাশে পাখিগুলো মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, পাখিগুলোর বেশিরভাগই ঘুঘু, এছাড়া শালিক ও খেচখেঁচিয়া (স্থানীয় নাম) এবং আরও বেশকিছু জাতের পাখি আছে।

সিটপাড়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'সকালে কয়েকজন নারী ও শিশুকে মৃত পাখিগুলো এনে এক জায়গায় স্তূপ করে রাখতে দেখি। পরে আমি পাখিগুলোর ছবি সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করেছি।'  

স্থানীয়রা অবশ্য বলছে, ওই এলাকায় গত কয়েকদিন কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি। কিন্তু, পাখিগুলো কীভাবে মারা গেছে, এরও সঠিক কোনো উত্তর দিতে পারেনি কেউ।

এক শিশু জানায়, সে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে কয়েকটা পাখি নিচে পড়তে দেখে।