এমপির পর এবার মুক্তি পেলেন ওমানে আটক ১৬ বাংলাদেশি

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2023, 10:49 AM
UPDATED 3 August 2023, 17:24 PM

অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে ওমানে আটকের দুই দিন পর ১৬ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির পুলিশ।

এর আগে, গতকাল চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে মুক্তি দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে মাস্কাটের একটি হোটেল থেকে তাদের আটক করে ওমান পুলিশ।

ব্যক্তিগত সফরে ওমানে গিয়েছিলেন এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

মঙ্গলবার রাতে তাকেসহ ১৭ জনকে ওমানের হোটেল থেকে আটক করা হয়। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। আর আজ সকালে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

'এই ঘটনাটি আমাদের জন্য বিব্রতকর', সাংবাদিকদের বলেন সেহেলি সাবরিন।