তিস্তা পানিবণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
3 September 2022, 17:26 PM

তিস্তা চুক্তিসহ আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে পানিবন্টন বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, 'এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা। তাই এটির সমাধান হওয়া উচিত। তবে, এটি মূলত ভারতের ওপর নির্ভর করছে।'

ভারতীয়রা 'বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙচুরের ভিডিও দেখেছেন' এমন একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এ ধরনের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা মাঝে মাঝে ঘটে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিই।'

রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, 'এটা আমাদের জন্য অনেক বড় একটি সমস্যা। ভারত একটি বিশাল দেশ, চাইলে আপনারাও রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন।'