জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

By স্টার অনলাইন রিপোর্ট
11 December 2025, 02:24 AM

জাতীয় সংসদ নির্বাচন ও 'জুলাই সনদ' নিয়ে গণভোটের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তফসিল ঘোষণা করবেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই ভোট হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আজ সন্ধ্যা ছয়টায় সিইসির ভাষণটি সম্প্রচার করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলেই ভাষণ রেকর্ড করা হয়েছে।

তফসিল ঘোষণার প্রথা অনুযায়ী, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং গত রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করে কমিশন।

ইসি সচিব জানান, সাক্ষাতের সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। একই দিনে দুটি ভোট গ্রহণের আয়োজন, ব্যালট পেপারের নকশা, মক ভোটিং (মহড়া) এবং ভোট গণনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চান রাষ্ট্রপতি। ব্রিফিং শেষে প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।