ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, তফসিল ডিসেম্বরে

By স্টার অনলাইন রিপোর্ট
5 August 2025, 15:51 PM

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত আছে এবং আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ইসি আব্দুর রহমানেল মাছউদ দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজার আগে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবেন বলে জানান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসি রহমানেল মাছউদ বলেন, 'প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে ইসি প্রস্তুত।' 

তিনি আরও বলেন, 'আমরা নির্বাচন করতে প্রস্তুত। ভোটের দিনের ৫০-৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সে হিসেবে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।'