দিনাজপুরে ঈদগাহের মাটি কাটতে বাধা দেওয়ায় হামলা, যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

By নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও
2 December 2025, 15:32 PM
এর আগেও গত রোববার হামলার প্রতিবাদে গ্রামবাসী দিনাজপুর–গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহের মাটি কাটতে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার দিনাজপুর–গোবিন্দগঞ্জ সড়কে তারা এই মানববন্ধন করেন।

এসময় শিবলী সাদিককে দল থেকে অবিলম্বে বহিষ্কার ও তাকেসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা জানান, গত রোববার বিকেলে শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে শিবলী তার কেনা পুকুরের একদিক ভরাট করতে অপর পাশ থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটছিলেন। এসময় পাশের ঈদগাহ মাঠ ও কবরস্থানের প্রায় ১৭ ফুট জায়গা থেকে মাটি কাটা হয়।  

এ ঘটনায় গ্রামবাসী প্রতিবাদ জানালে শিবলী সাদিকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিবলী তার লোকজন ডেকে এনে গ্রামবাসীর ওপর হামলা চালান।

এতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রকোনুজ্জামান রনি, আনোয়ার হোসেন, গোলাম মাওলা, রুবেল মণ্ডল ও মেরাজ হোসেন আকাশসহ কয়েকজন আহত হন।

পরে সন্ধ্যায় হামলার প্রতিবাদে গ্রামবাসী দিনাজপুর–গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করেন।

ঘটনার পর পুলিশ এক্সকাভেটরটি জব্দ এবং একজনকে আটক করে।

অভিযোগ বিষয়ে শিবলী সাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুকুরটি আমাদের কেনা সম্পত্তি। আমরা এর একটি অংশ ভরাট করছিলাম। ঈদগাহের জমি কাটা হয়নি। প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।'

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য-সচিব মাহবুব আলম মিলন ডেইলি স্টারকে বলেন, 'দল এমন কর্মকাণ্ড সমর্থন করে না। অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে। তারা বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে সংগঠনিক ব্যবস্থা নেবেন।'