সাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জানিয়েছেন, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করেছেন।
তবে ট্রাইব্যুনাল থেকে ঠিক কবে তিনি কপি নিয়েছেন, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।
২৪ নভেম্বর আইনজীবী জায়েদ বিন আমজাদ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, তিনি এখনো রায়ের পূর্ণাঙ্গ কপি পাননি, যদিও ১৮ নভেম্বর সত্যায়িত কপি নেওয়ার জন্য আবেদন জমা দেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যদাতা (অ্যাপ্রুভার) হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান।
তার মক্কেলের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে আজ জায়েদ বলেন, এখনো মামুনের পরিবারের সম্মতি পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।