ঝিনাইদহে বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

By সংবাদদাতা, ঝিনাইদহ
23 November 2025, 15:18 PM

ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোরে ঘোড়শাল ইউনিয়নের দক্ষিণ শিকারিপুর গ্রামের মৃত অনুপ বসুর ছেলে সজিব কুমার বসুর বাড়িতে ডাকাতির এ ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সজিব দ্য ডেইলি স্টারকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঘুম ভাঙলে দেখেন তার দিকে বন্দুক তাক করা। চারজন মুখোশধারী লোক ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে আটক করে। এরপর আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ওসি মামুন বলেন, 'ভুক্তভোগীর পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলেই তদন্ত করা হবে।'

স্থানীয় নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. আব্দুল জলিল বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি।'