টাকা লুটের অভিযোগ, পুলিশসহ ৫ আসামি রিমান্ডে
মুন্সীগঞ্জে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫ আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা ডিবি, নৌ পুলিশ ও র্যাব-১০ এর সদস্য। অন্য দুজন বেসামরিক ব্যক্তি।
মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আসামিদের গতকাল আদালতে আনা হলেও আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।'
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, গত ৭ নভেম্বর সকাল ৭টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দোহার এলাকার স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই শ্রীনগরে আরেক ব্যবসায়ীর সঙ্গে লেনদেন শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
তিনি আরও জানান, পথে তাদের থামিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তোলা হয়। এরপর হাতকড়া পরিয়ে নগদ ৬৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে তাদের ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলার পর তদন্তে নেমে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি ঢাকার সাভার থেকে জব্দ করা হয়। পরে বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুই আসামি সেনাবাহিনী থেকে আসা র্যাব সদস্য। তারা সামরিক আইনে বিচারাধীন থাকবেন।'
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩৯ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি খেলনা ধরনের পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আসামিদের নাম জানতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান, আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসামিদের নাম বলেননি।