মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ২
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম রায়হান খান (২২)। তিনি সদর উপজেলার চরডুমুরিয়া এলাকার রুস্তম খানের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
ওসি বলেন, 'আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কতজন গুলিবিদ্ধ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত রায়হানের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে।'
এর আগে সোমবার সকালে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৫) নিহত হন। সকালে শুরু হওয়া সংঘর্ষটি থেমে থেমে সারাদিন চলে। দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায় এবং শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালালেও কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ। ওসি সাইফুল আলম বলেন, 'আরিফ মীরের মৃত্যুর ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'
