অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আরও  ৪৮ জন গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর 
12 February 2025, 06:26 AM

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর নগরের সদর থানার পুলিশ ৯ জনকে, বাসন থানায় ৭ জন, কোনাবাড়ী থানায় ৪ জন, গাছা থানায় ৫ জন, পুবাইল থানায় ৩, কাশিমপুর থানায় ১, টঙ্গী পূর্ব থানায় ৩, টঙ্গী পশ্চিম থানায় ৪ জনকে আটক করা হয়। 

এছাড়া জেলা পুলিশ জানায়, জেলায় ৫টি থানায় ৮ জনকে আটক করেছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।