আপিলে জবি শিক্ষার্থী খাদিজার জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2023, 08:26 AM
UPDATED 16 November 2023, 16:59 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আবেদন খারিজ করে দেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি বুরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

খাদিজাতুলের আইনজীবী বিএম ইলিয়াস কচি ও জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আপিল বিভাগের আদেশের পর খাদিজাতুলের মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি খাদিজাতুলের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট।

জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে দুই বছর আগে দায়ের করা দুটি মামলায় গত বছরের ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ।

২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানার পুলিশ মামলা দুটি দায়ের করে।