মুন্সিগঞ্জে ট্রলারডুবির ঘটনায় চাঁদপুরে নৌ পুলিশের অভিযান

বালুবোঝাই ২৮টি বাল্কহেড, ৩টি ড্রেজারসহ ৬২ শ্রমিক আটক
By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর
6 August 2023, 11:29 AM
UPDATED 6 August 2023, 21:24 PM

মুন্সিগঞ্জে ট্রলারডুবির ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে চলাচল করা বালু বোঝাই ২৮টি বাল্কহেড এবং ৩টি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৬২ জন ড্রেজার চালক শ্রমিক ও কর্মচারীকে।

চাঁদপুর নৌ পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ পুলিশের ৫টি ইউনিট এই অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, আমরা কয়েকদিন ধরে একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি। চক্রটি চাঁদপুর-শরীয়তপুর ও হিজলায় অবৈভাবে পদ্মা ও মেঘনা নদীতে দিনরাত অবৈভাবে বালু তুলে যাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতে বাল্কহেড নিয়ে চলাচল করায় দুর্ঘটনা ঘটছে। শনিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের থাক্কায় পিকনিকের ট্রলার ডুবে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এজন্য আমরা অভিযান আরও জোরদার করেছি।

পুলিশ জানায়, আটক নৌযান ও শ্রমিকরা মেঘনা নদীর আলুর বাজার এলাকায় পুলিশ হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি এসব নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।