বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে ১১ কোটি টাকা ছিনতাই

By স্টার অনলাইন রিপোর্ট
9 March 2023, 08:46 AM
UPDATED 9 March 2023, 16:06 PM

এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) একটি গাড়ি থেকে ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তুরাগ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসে করে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মিরপুরে ব্যাংকের অফিস থেকে টাকা নিয়ে সাভার এলাকার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।'

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, একদল সশস্ত্র ব্যক্তি গাড়িটি আটকে বন্দুকের মুখে টাকা লুট করে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে উল্লেখ করে শরিফুল ইসলাম বলেন, 'আমরা অপরাধীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছি।'

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন দ্য ডেইলি স্টারকে জানান, এটিএম বুথে টাকা রিফিলের জন্য নগদ টাকা বহনে তার ব্যাংক থার্ড পার্টি সংস্থাকে নিয়োগ দিয়েছে। 

'মানি প্ল্যান্ট' নামের সংস্থাটি সকাল সাড়ে ৮টায় ওই টাকা নিয়ে যাচ্ছিল। সে সময় উত্তরায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে জানান তিনি। 

আবুল কাশেম আরও বলেন, এতে ব্যাংক এবং মানি প্ল্যান্ট কেউই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না। তার কারণ সেটা একটি বিমা কোম্পানি মাধ্যমে বিমা করা ছিল। এতে বিমা কোম্পানি ক্ষতির সম্মুখীন হবে। 

তবে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে বিমা কোম্পানিগুলো সামনের দিনগুলোতে বিমা প্রদানে অনীহা দেখাবে।