৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কেমিক্যাল কারখানার আগুন

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
19 November 2025, 08:36 AM
UPDATED 19 November 2025, 16:22 PM

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কেমিক্যাল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে 'ফিনিশ' নামের ওই কারখানায় আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করেছে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিকেল পৌনে ৩টার দিকে রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ইন-চার্জ নূরে আলম ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে থাকা রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নূর আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।