অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিক নিহত
শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাসিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার ও পুলিশ জানায়, রোববার স্বজনদের নিয়ে তিনি ছেলের আকিকার অনুষ্ঠান করেন। অনুষ্ঠান শেষে আজ সকালে ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শরীয়তপুর সদর বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। সেখান থেকে ঢাকাগামী বাসে ঢাকা ফেরার কথা ছিল তাদের। কিন্তু পথে অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এই ভয়াবহ দৃশ্য দেখে তার ৯ বছরের ছেলে ঘটনাস্থলেই জ্ঞান হারায়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাসিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অটোচালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে খোঁজা হচ্ছে। তবে, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।'
পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, 'অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার অবৈধ বাহন শরীয়তপুরে বেপরোয়া হয়ে উঠেছে। অটোরিকশার মোটর ও মেশিনের অংশ ঢাকা না থাকার কারণে এমন দুর্ঘটনা বাড়ছে। এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে।'
তিনি বলেন, 'এই বাহনগুলো বর্তমানে কোনো নিয়ম মানছে না। এরা যত্রতত্র থামছে এবং অপ্রাপ্তবয়স্করা গাড়ি চালাচ্ছে।'