গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
স্টার ডিজিটাল গ্রাফিক্স
গাজীপুর মহানগর এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোনাবাড়ির দশতলা পল্লী বিদ্যুৎ রোডের পেয়ারা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, রহিম স্বাধীন গার্মেন্টসের প্রিন্টিং সেকশনে কিউআই পদে কাজ করতেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মালবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয়।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।