বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
29 February 2024, 16:26 PM
UPDATED 29 February 2024, 23:28 PM

রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ওই এলাকার কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে।

sirajganj_protest_photo-1.jpg
ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১১টার দিকে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছয়তলা ওই ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।

আগুন লাগার পর ভবনের ভেতরে কয়েকজন আটকে পড়েছেন বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।