মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
1 January 2023, 11:41 AM
UPDATED 1 January 2023, 17:51 PM

মেঘনা নদীতে ডু্বে যাওয়া তেলবাহী লাইটার জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার সাত দিন পর আজ রোববার সকালে জাহাজটি পানির নিচ থেকে তুলে আনা হয়।

বেসরকারি দুইটি উদ্ধারকারী বার্জের সহায়তায় বিআইডব্লিউটিএ ও কোস্ট গার্ড সমন্বিতভাবে এই উদ্ধার অভিযান চালায়। 

বিআইডব্লিউটিএ ও কোস্ট গার্ড সূত্রগুলো জানায়, উদ্ধারের পর জাহাজের ভেতরে থাকা তেল অন্য একটি ট্যাংকারে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

গত ২৫ ডিসেম্বর ভোররাতে ভোলায় মেঘনা নদীতে ১১ লাখ লিটার তেল নিয়ে  সাগর নন্দিনী-২ ডুবে যায়। চট্টগ্রাম থেকে তেল নিয়ে জাহাজটি চাঁদপুরে যাচ্ছিল।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুস সালাম জানান, আজকেই অভিযান শেষ করে জাহাজটি নারায়ণগঞ্জে পাঠানো হবে।

বিআইডব্লিউটিএর তদন্ত দলের প্রধান ও অতিরিক্ত পরিচালক মো. আবদুর রহিম জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনে সরেজমিনে কাজ চলছে।

সম্পূর্ণ জাহাজটি তোলার পর প্রকৃত ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাহাজটির মালিক এসএইচআর নেভিগেশনের নির্বাহী পরিচালক মাহাতাবুর রহমান।