হাসপাতাল ছেড়েছেন মাহাথির

By স্টার অনলাইন ডেস্ক
4 September 2022, 06:21 AM
UPDATED 4 September 2022, 12:25 PM

করোনার চিকিৎসা শেষে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল ছেড়েছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মাহাথিরের কার্যালয়ের বার্তায় বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির পর সাবেক প্রধানমন্ত্রী আজ হাসপাতাল ছাড়েন।

এতে আরও বলা হয়, মাহাথির আগামী মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকবেন।

৯৭ বছর বয়সী মাহাথিরের কয়েকবার হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি হয়।

তিনি ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

এরপর ২০১৮ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। তবে দলীয় কোন্দলের কারণে ২ বছরের মাথায় তার সরকারের পতন হয়।