কে-পপ তারকা মুনবিনের মৃত্যু

By স্টার অনলাইন ডেস্ক
20 April 2023, 04:46 AM
UPDATED 20 April 2023, 15:16 PM

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য মুনবিন (২৫) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স মুনবিনের সঙ্গীত লেবেল ফ্যানটাজিওর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ফ্যানটাজিও জানায়, ' (এই খবরে) অ্যাস্ট্রো ও ফ্যানটাজিওর অন্যান্য শিল্পী ও কর্মীরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। আমরা তার জন্য শোক পালন করছি।'

২০১৬ সালে অ্যাস্ট্রোর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করার আগে শৈশবে মুনবিন অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তার ১টি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুনবিনকে সিউলের গ্যাংনাম জেলায় অবস্থিত নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

দক্ষিণ কোরিয়ার তরুণদের মাঝে মৃত্যুর শীর্ষ কারণ আত্মহত্যা। ধনাঢ্য রাষ্ট্রদের সংগঠন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সদস্য দেশগুলোর মাঝে দক্ষিণ কোরিয়া সবচেয়ে আত্মহত্যাপ্রবণ রাষ্ট্র।

মুনবিনের মৃত্যুতে 'আইডল' নামে অভিহিত কে-পপ জগতের সকল শিল্পীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। 

২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড গায়ক কিম জং-হুয়ান (২৭) মারা যান। তিনিও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়।