উত্তর প্রদেশে অবৈধ বসবাসের অভিযোগে বাংলাদেশি আটক

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
17 December 2022, 15:16 PM

ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ৩ লাখ ১৫ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার (শহর) সর্বেশ কুমার মিশ্র বলেন, 'বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা ৮০ বছর বয়সী আফসার আলী ফিরোজাবাদে অবৈধভাবে বসবাস করছিলেন। তিনি তার বাংলাদেশি পাসপোর্ট দেখাতে পারেননি।'

তিনি বলেন, 'আফসার আলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'

আফসার আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।