ভোটের বাক্সে ৬০ বছরের রেকর্ড ভাঙলেন জোহরান মামদানি

By স্টার অনলাইন ডেস্ক
5 November 2025, 11:24 AM
UPDATED 5 November 2025, 18:33 PM

একের পর এক নজির গড়ে চলেছেন নিউইয়র্ক মহানগরীর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ১৯৬৫ সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পাওয়া মেয়র এখন তিনি।

আজ বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, জোহরান মামদানির প্রাপ্ত ভোট ১০ লাখ ৩৩ হাজার ৪৭১। এটি ১৯৬৫ সালে নিউইয়র্কের মেয়র নির্বাচনের পর সর্বোচ্চ। ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে ১১ লাখ ৪৯ হাজার ১০৬ ভোট পেয়েছিলেন।

তবে নিউইয়র্কের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার কৃতিত্ব ডেমোক্র্যাট প্রার্থী রবার্ট এফ ওয়্যাগনার জুনিয়রের। ১৯৬১ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন প্রায় ১২ লাখ ভোট। তার আগের ১৯৫৭ সালের নির্বাচনে সর্বকালের সর্বোচ্চ ১৫ লাখ ভোট পেয়েছিলেন তিনি। ওয়্যাগনার দুবারই নিউইয়র্কের মেয়র হয়েছিলেন।

এ ছাড়াও, মেয়র জোহরান মামদানি নানা কারণেই আলোচনায় আছেন। ১৮৯২ সালের পর থেকে শহরের সবচেয়ে তরুণ মেয়র হিসেবে তিনি দায়িত্ব নেবেন। তিনি বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই মহানগরীর প্রথম মুসলিম ও আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়রও।

এবারের নির্বাচনে ৯১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা অ্যান্ড্রু কুয়োমোকে হারান জোহরান মামদানি। নিজ দলের মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।