‘যুদ্ধ শুরু’

By স্টার অনলাইন ডেস্ক
18 June 2025, 05:26 AM
UPDATED 18 June 2025, 16:38 PM

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ষষ্ঠ দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের উদ্দেশে লিখেছেন, 'যুদ্ধ শুরু হলো'।

গত টানা পাঁচদিনের মতো আজও মধ্যপ্রাচ্যে সূর্য উঠেছে ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মাঝে।

অথচ, গতকালও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে 'সহজ লক্ষ্যবস্তু' অভিহিত করে ইঙ্গিত দিয়েছিলেন, যেকোনো সময় তাকে হত্যা করা সম্ভব, কিন্তু এখনই তারা তা করবে না।

'ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে' দাবি করে ট্রাম্প ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ'ও চেয়েছিলেন।

তারই মধ্যে আজ সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে বসলেন যুক্তরাষ্ট্রের 'সহজ লক্ষ্যবস্তু' খামেনি।

আজ বুধবার ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, এটি একটি 'হাইপারসনিক' ক্ষেপণাস্ত্র।

ওদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হচ্ছে জর্ডান থেকেও। সিএনএন জানায়, আজ ভোরে দেশটির রাজধানী আম্মান থেকে জর্ডানের আকাশসীমায় ইরানি রকেট প্রতিহত করতে দেখা গেছে।

এই হামলা-পাল্টা হামলা কেবল ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নেই। ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় পরিসরে 'সাইবার যুদ্ধ'ও শুরু করেছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাতে আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল তেলের দাম প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল-ইরান সংঘাতের কারণে বড় পরিসরে তেল সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে।