ভারতের হামলায় নিলম ঝিলম জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত: পাকিস্তান সেনাবাহিনী

By স্টার অনলাইন ডেস্ক
7 May 2025, 06:06 AM
UPDATED 7 May 2025, 16:25 PM

ভারতের হামলায় কাশ্মীর সীমান্তের পাশে একটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, 'ভারত নিলম ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পকেও লক্ষ্যবস্তু করেছে। হামলায় বাঁধের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

'আপনি অন্য দেশের জলের রিজার্ভ, বাঁধ এবং জলবিদ্যুৎ কাঠামোকে লক্ষ্যবস্তু করবেন- কোন আন্তর্জাতিক নিয়ম, যুদ্ধ আইন এবং আচরণ এটিকে সমর্থন করে?', বলেন তিনি।