পুতিন ও হামাসে কোনো পার্থক্য নেই: বাইডেন

By স্টার অনলাইন ডেস্ক
20 October 2023, 03:48 AM

ইসরায়েল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সংগঠন হামাস একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণে বাইডেন বলেন, 'হামাস ও পুতিন আলাদা হামলার প্রতিনিধিত্ব করে। কিন্তু তাদের নৈতিকতা একই। উভয়ই প্রতিবেশীর গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে চায়।'

তিনি দাবি করেছেন, প্রকৃত অর্থে বিশ্ব মানচিত্রে একটি রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান মেনে নিতে চান না পুতিন। তাকে থামানো না গেলে শুধু ইউক্রেনেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না।

ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জো বাইডেন।