পুতিনের ‘হাত শক্তিশালী’ করতে চান কিম জং উন

By স্টার অনলাইন ডেস্ক
12 June 2023, 06:13 AM
UPDATED 12 June 2023, 12:38 PM

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'হাত ধরার' ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানোর ইচ্ছের কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে পাঠানো বার্তায় কিম এমন প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ইউক্রেনে রুশ হামলার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানা এবং এর প্রতি 'পূর্ণ সমর্থন ও সংহতি' প্রকাশ করেন।

কেসিএনএতে প্রকাশিত বার্তায় কিম আরও বলেন, 'সত্যের জয় হবে। রুশ জাতি তাদের বিজয়ের ইতিহাসে আরও এক গৌরবগাথা যোগ করবে।'

বার্তায় মস্কোর সঙ্গে 'ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার' আহ্বান জানান কিম। প্রেসিডেন্ট পুতিনের 'হাত শক্ত করে ধরার' কথা উল্লেখ করেন তিনি।

'একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের মাধ্যমে ২ জাতির ইচ্ছার প্রতিফলন' ঘটানোর কথাও বলেন তিনি।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের সঙ্গে উত্তর কোরিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। পাশাপাশি, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোর বিরুদ্ধে অন্যদের ওপর 'আধিপত্যবাদী নীতি' চাপিয়ে দেওয়ার অভিযোগও আনে উত্তর কোরিয়া।