ইমরান খানকে ৪ থেকে ৫ দিন হেফাজতে রাখা হতে পারে

By স্টার অনলাইন ডেস্ক
10 May 2023, 02:49 AM
UPDATED 10 May 2023, 08:54 AM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৪ থেকে ৫ দিনের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে রাখা হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনএবির একটি সূত্র মঙ্গলবার ডনকে জানিয়েছে, আজ বুধবার ইমরান খানকে আদালতে হাজির করা হবে।

সূত্রটি ডনকে বলেছে, 'আমরা তাকে কমপক্ষে ৪ থেকে ৫ দিনের জন্য হেফাজতে রাখার যথাসাধ্য চেষ্টা করব।'

দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স-১৯৯৯ এর নতুন সংশোধনীর অধীনে, যে কোনো আদালত কর্তৃক প্রদত্ত শারীরিক রিমান্ডের সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।

আমরা আদালতের কাছে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড চাইব উল্লেখ করে তিনি বলেন, আদালত কমপক্ষে ৪ থেকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা হচ্ছে।

পিটিআই প্রধানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সূত্রটি জানায়, ইমরান খানকে এনএবির রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে আটক করা হয়েছে। তার প্রতি 'কঠোর আচরণ' করা হবে না, বরং তাকে কেবল এই মামলায় জড়িত থাকার এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।