শুটিং সেটে আহত অমিতাভ বচ্চন

ইউএনবি
ইউএনবি
6 March 2023, 08:12 AM
UPDATED 6 March 2023, 14:28 PM

দক্ষিণ ভারতে একটি ছবির শুটিংয়ের সময় তিনি আহত হয়েছিলেন এবং বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন।

গতকাল রোববার রাতে ৮০ বছর বয়সী এই বলিউড সুপারস্টার তার ব্লগে এ তথ্য জানান।

ব্লগ পোস্টে তিনি জানান, হায়দ্রাবাদে বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্র 'প্রজেক্ট কে' তে কাজ করার সময় তিনি পাঁজরে আঘাত পেয়েছিলেন। এটি হিন্দি ও তেলেগু ভাষায় তৈরি করা হচ্ছে এবং ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা।

বিগ বি লিখেছেন, তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে এবং একটি পেশী ছিঁড়ে গেছে।

তিনি মুম্বাইতে বাড়ি যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েছেন। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

মুম্বাইতে তার বাড়ির বাইরে প্রায়শই জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে বচ্চন লিখেছেন, 'আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারব না… তাই আসবেন না।'

তিনি বলেছিলেন যে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ছবিটিতে তার কাজ স্থগিত রাখা হয়েছে।

বলিউডের শীর্ষ অভিনেতা অমিতাভ ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৩ সালের 'জিঞ্জির'-এ তার সাফল্য আসে।