গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১ বাঘিনী অসুস্থ

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
14 March 2023, 19:00 PM
UPDATED 15 March 2023, 01:19 AM

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১টি বাঘিনী প্রায় ২ মাস ধরে অসুস্থ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা এর বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক ইমরান আহমেদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বাঘিনীটির অসুস্থতার বেশিরভাগ কারণ বয়সজনতি।

তিনি জানান, সোমবার পার্কে গিয়ে বাঘিনীটিকে দেখে এসেছেন। দেশের প্রাণি চিকিৎসকদের উচ্চ পর্যায়ের একটি দলের চিকিৎসকদের পরামর্শে বাঘিনীটিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাঘিনীটির বয়স বেশি হওয়ায় অনেকগুলো শারীরিক সমস্যা দেখা দিয়েছে। অসুস্থতার শুরু থেকে বাঘিনী খাবার গ্রহণ কমিয়ে দেয়। পরে এক পর্যায়ে খাবার গ্রহণ বন্ধ করে দেয়।

পার্ক সূত্র জানায়, এর আগে ২০২২ সালের জানুয়ারিতে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে। পার্ক প্রতিষ্ঠার সময় ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা কয়েকটি বাঘ আনা হয়েছিল।