ডলফিন ছুঁয়ে মুগ্ধ মেহজাবীন

By স্টার অনলাইন রিপোর্ট
29 October 2022, 13:43 PM

ডলফিনের সঙ্গে আদুরে ঢঙে ছবি তুলেছেন দেশের জনপ্রিয় নাট্যতারকা মেহজাবীন চৌধুরী। এরপর সেই পোস্ট করেছেন নিজের ফেরিফাইড ফেসবুকে পেজে। তারপর ডলফিনের সঙ্গে মেহজাবীনের ছবি নিয়ে আলোচনা হচ্ছে।

mehzabin2.jpg
ডলফিনের সঙ্গে মেহজাবীন চৌধুরীর পোজ। ছবি: ফেসবুক

সামাজিকমাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, 'আমার নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হোন'।

মেহজাবীন চৌধুরী মেক্সিকোর সমুদ্র তীরবর্তী গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্টে  ডলফিনের সঙ্গে এসব ছবি তোলেন।

mehzabin1.jpg
ডলফিনের সঙ্গে মেহজাবীন চৌধুরীর পোজ। ছবি: ফেসবুক

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণসহ এক ঝাঁক তারকা। অনুষ্ঠান শেষে তারা একসঙ্গে ঘুরেছেন, ছবিও তুলেছেন।