দ্বিতীয় কিস্তি আসতে পারে যেসব ঢাকাই সিনেমার

জাহিদ আকবর
জাহিদ আকবর
22 June 2025, 13:15 PM
UPDATED 22 June 2025, 20:42 PM

ঢাকাই চলচ্চিত্র 'তুফান', 'তাণ্ডব', 'ইনসাফ' সব দর্শকের মাঝে আলোচিত হয়েছে। আলোচনার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছে সিনেমাগুলো। এইসব সিনেমার তারকারাও হয়েছেন প্রশংসিত। 

সিনেমাগুলোর গল্প, চরিত্র, ক্যামিওতে চমক দিয়ে তারকাশিল্পীরা হাজির হয়ে দ্বিতীয় কিস্তির ইঙ্গিত দিয়েছেন। এসব সিনেমার দ্বিতীয় পর্বের ঘোষণা দিয়েছেন কোনো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক। আলোচিত এই সিনেমাগুলোর দ্বিতীয় কিস্তি নিয়ে এই আয়োজন।

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত তুফান সিনেমাটি মুক্তির পর দেশে-বিদেশে আলোচিত হয়েছিল। রেকর্ড ব্যবসা করেছে সিনেমাটি। সিনেমায় শাকিব খানের লুক, অভিনয়, অ্যাকশন, নাচ আলোচিত হয়েছিল। এ সিনেমার 'লাগে উরাধুরা' ও 'দুষ্ট কোকিল' গান দুটি ভিউয়ের শীর্ষে ছিল। সিনেমায় আরও ছিলেন ভারতের অভিনেত্রী মিমি চক্রবর্তী, নাবিলা। সিনেমার গল্প চঞ্চল চৌধুরীর চরিত্রটির চমক দিয়ে শেষ হয়। সেখান থেকেই তুফান-২ সিনেমার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সিনেমার নির্মাতা বিভিন্ন সময়ে  সাক্ষাৎকারে তুফান-২ নির্মাণের বিষয়ে কথা বলেছেন।

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত আরেক সিনেমা তাণ্ডব। এই সিনেমাটি  এখনও সিনেমাহলে হাউজফুল যাচ্ছে। আরো কয়েক সপ্তাহ এমন ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর। তাণ্ডব সিনেমায় জয়া আহসান দীর্ঘ ১২ বছর পর শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচিত হয়েছেন। সাবিলা নূর প্রথম বাণিজ্যিক সিনেমায় সফল হয়েছেন। তাণ্ডব সিনেমার 'লিচুর বাগানে' গানটি আলোচিত হয়েছে। সিনেমায় আফরান নিশোর ক্যামিও সুড়ঙ্গ মাসুদ হয়ে উপস্থিত তাণ্ডব-২ আসার ইঙ্গিত দিয়েছেন। আশা করা যাচ্ছে সিনেমাটির দ্বিতীয় পর্ব আগামীতে আসবে। 

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ইনসাফ সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে আলোচনা হচ্ছে। শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটি হয়ে ইনসাফ সিনেমায় অভিনয় করেছেন। মাল্টিপ্লেক্স এখনো অনেক শো হাউজফুল যাচ্ছে সিনেমাটির। সঞ্জয় সমাদ্দার নির্মিত সিনেমায় মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর ক্যামিও চমকে দিয়েছে দর্শকদের।

নির্মাতা জানিয়েছেন, ইনসাফ দর্শক পছন্দ করেছেন। সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। তবে সিনেমাতে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। আরও বড় পরিসরে আসছে সিনেমাটি। ইনসাফ সিনেমার প্রথম পর্বে ছিল মোশাররফ করিমের চরিত্রটির ইন্ট্রো। দ্বিতীয় সিনেমায় তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে।