ক্ষমা চাওয়ার পর এবার বইমেলায় পূজা চেরি

By স্টার অনলাইন রিপোর্ট
25 February 2023, 08:12 AM
UPDATED 25 February 2023, 14:16 PM

চিত্রনায়িকা পূজা চেরি গতকাল বইমেলায় গিয়ে সেই প্রযোজকের বই কিনেছেন। এর আগে সেই প্রযোজকের কাছে ক্ষমা চেয়ে একটি ফেসবুক পোস্ট দিতে দেখা গেছে এই নায়িকাকে।

ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে পূজা চেরী লিখেছিলেন, 'আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।'

তিনি আরও লিখেছিলেন, 'যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারে। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।'