শাকিব, নিশো, মোশাররফ ও সিয়াম একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে

By স্টার অনলাইন রিপোর্ট
4 June 2025, 07:50 AM

শাকিব খানের 'বরবাদ', আফরান নিশোর 'দাগি', মোশাররফ করিমের 'চক্কর ৩০২' ও সিয়াম আহমেদ অভিনীত 'জংলি'—এই চার সিনেমা একসঙ্গে, একই দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখতে পারবেন দর্শকরা।

৬ জুন ঈদুল আজহার আগের দিনের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে 'বিরাট গুরুর হাট'।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদোয়ান রনি জানান, 'দর্শকরা চরকিতে গত ঈদুল ফিতরের আলোচিত সিনেমা "বরবাদ", "দাগি", "চক্কর ৩০২" ও "জংলি" একই দিন থেকে উপভোগ করতে পারবেন।'

রোজার ঈদের অন্যতম আলোচিত সিনেমা ছিল 'বরবাদ'। নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন রূপে হাজির হন শাকিব খান।

'দাগি' সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দায় আলোচিত হয়েছেন নির্মাতা শিহাব শাহীন এবং অভিনেতা আফরান নিশো।

রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে 'জংলি'। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক আবেগঘন যাত্রায়।

সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা 'চক্কর ৩০২'। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।