কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৭

By জিসান মাহমুদ
12 July 2024, 10:01 AM
UPDATED 12 July 2024, 16:18 PM

কুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ও পাঁচ ভারতীয় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

গত মঙ্গলবার ভোরে আব্দুল্লাহ আল-মুবারক এলাকার বিপরীতে সপ্তম রিং রোডের বাইপাস ব্রিজের সাথে প্রবাসীদের বহনকারী মিনিবাসটির সংঘর্ষের পর গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তারা রাতের শিফটে কাজ শেষে একটি মিনিবাসে বাসায় ফিরছিলেন।

নিহত বাংলাদেশিরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামের আলি হোসেনের ছেলে মোহাম্মদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের আব্দুল মোতালিম মোল্লার ছেলে মোহাম্মদ জামাল মিয়া।

অন্যদিকে নিহত ভারতীয়রা হলেন, বিহারী লাল, বক্কর সিং, বিক্রম সিং, দেবেন্দর সিং এবং রাজকুমার কৃষ্ণস্বামী।

দুর্ঘটনার পর পর দ্রুত ঘটনাস্থলে যায় জরুরি পরিষেবার কর্মীরা। পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেটিও নিরূপণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৭ টায় আল জাজিরা এয়ারলাইন্সে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার আবুল হোসেন।

জিসান মাহমুদ: কুয়েত প্রবাসী সাংবাদিক