কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

By জিসান মাহমুদ, কুয়েত
11 February 2024, 15:31 PM

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়।

শনিবার সাবাহ আল-আহমাদ সিটির রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আমির নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।

নিহতের এক নিকটাত্মীয় বলেন, 'শনিবার সকালে হাসাবিয়া থেকে কাজ করার জন্য ওয়াফরা গিয়েছিলেন আমির। বিকেলে ফেরার পথে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।'

আমির হোসেনের মরদেহ আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।