মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

By আহমাদুল কবির, মালয়েশিয়া
13 December 2023, 14:02 PM
UPDATED 13 December 2023, 20:07 PM

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছেন আরেক বাংলাদেশি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকালে মালয়েশিয়ার জহুর প্রদেশে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, মোহাম্মদ সবুজ (২৮) নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আরেক বাংলাদেশি।

রাজ্যের ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, 'নিহত মোহাম্মদ সবুজ একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।'

তিনি জানান, ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের প্রস্রাব পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। আজ তাদের রিমান্ডে নেওয়া হয়।

বাহরিন নোহ বলেন, 'সন্দেহভাজনদের একজন নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন। তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে সবুজকে এলোপাতাড়ি কুপিয়েছেন। ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে।'