টোকিওতে ইসরাইল দূতাবাসের সামনে বিক্ষোভ

By রাহমান মনি, টোকিও
29 October 2023, 16:13 PM
UPDATED 29 October 2023, 22:21 PM

ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে আজ রোববার জাপানের টোকিওতে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন দেশ থেকে আসা মুসলমান অভিবাসীরা।

জাপান পুলিশের অনুমতি নিয়ে রোববার দুপুর ১টায় টোকিওর চিয়োদা সিটিতে অবস্থিত ইসরাইল দূতাবাসের সামনে জাপান মুসলিম কমিউনিটির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়। মুসলমানদের সঙ্গে অন্যান্য ধর্মের প্রবাসী এবং স্থানীয় জাপানিরাও নিজ দেশের পতাকা নিয়ে এতে যোগ দেন।

বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানান। তারা গাজায় ইসরাইলি হামলাকে 'গণহত্যা' আখ্যা দেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন ভাষায় 'ফিলিস্তিনকে মুক্ত করো' লেখা পতাকা নিয়ে 'ইন্তিফাদা দীর্ঘজীবী হোক' বলে স্লোগান দেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরাইলি পুলিশ বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচারে রাবার বুলেট ছুড়েছে। বিমান হামলায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

এ সময় ইসরায়েলকে সমর্থনকারী ভারত, ব্রিটেন, জার্মানি এবং আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

তারা বলেন, এ হামলা মানবতার বিরুদ্ধে। হাসপাতালে বর্বরোচিত বোমা হামলা এর উৎকৃষ্ট উদাহরণ।

rahmanmoni@gmail.com