নিউইয়র্কে ‘স্বাধীনতার রঙ’ ছড়ালেন দেশবরেণ্য ৫২ চিত্রশিল্পী

By স্টার অনলাইন রিপোর্ট
1 October 2023, 09:01 AM
UPDATED 1 October 2023, 15:19 PM

বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত 'কালার্স অব ফ্রিডম' শীর্ষক ৫ দিনব্যাপি আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী শেষ হয়েছে।

স্থানীয় সময় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কয়েকশ চিত্রপ্রেমীদের উপচেপড়া ভিড়ের মাঝে প্রদশর্নী উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

আইবিটিভি ইউএসএ'র উদ্যোগে আন্তর্জাতিক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম ও গ্যালারি চিত্রক সহযোগী হিসেবে কাজ করছে।

Mahaakshay aka Mimoh
স্থানীয় সময় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কয়েকশ চিত্রপ্রেমীদের উপচেপড়া ভিড়ের মাঝে প্রদশর্নী উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে আইবিটিভি'র ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া মাসুদ, চেয়ারম্যান চিত্রশিল্পী মিলা হোসেন, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামে প্রেসিডেন্ট আর্থার আজাদ, সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী তাজুল ইমাম, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ উল্লাহসহ নিউইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামসের পক্ষে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। প্রদর্শনীর কিউরেটর হিসেবে ছিলেন জিয়াউল করিম।

2018-07-02T161813Z_2081316799_RC16A3CAF690_RTRMADP_3_SOCCER-WORLDCUP-BRA-MEX.JPG
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক এই চিত্রপ্রদর্শনীতে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল বারেক আলভি, আফজাল হোসেন, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, কনক চাপা চাকমাসহ ৫৭ জন শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের সেরা চিত্রকর্ম স্থান পেয়েছে।