মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩

By আহমাদুল কবির
20 September 2023, 15:41 PM

মালয়েশিয়ায় এক্সপ্রেস বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

আজ বুধবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুরগামী এক্সপ্রেস যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কামাল ছাড়াও নিহত হয়েছেন বাসটির চালক আব আজিজ দাউদ (৬৩) এবং অপর বাস যাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫)।

নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। আহতদের চিকিৎসার জন্য কুয়ালা লিপিস ও গুয়ামুসাং হাসপাতালে পাঠানো হয়েছে।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডবলডেকার এক্সপ্রেস বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিন জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন।