জাপানে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ, ঈদ শনিবার 

By রাহমান মনি
20 April 2023, 15:39 PM
UPDATED 21 April 2023, 05:37 AM

জাপানের আকাশে আজ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শুক্রবার দেশটিতে শেষ রমজান পালিত হবে। 

৩০ রোজা শেষে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে জাপানে বসবাসরত মুসলিমরা।

মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপানের চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আজ স্থানীয় সময় রাত সোয়া ৯টায় এ সিদ্ধান্ত জানানো হয়।

মালয়েশিয়ার জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করে এ সিদ্ধান্তের কথা জানান রুইয়াতে হেলাল জাপানের অন্যতম মুখপাত্র হাফেজ আলাউদ্দিন।