হাসপাতালের করোনা ওয়ার্ডে জায়গা নেই, গাছতলায় রোগী

যশোরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২
By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
6 July 2021, 19:02 PM

যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে জায়গা না থাকায় হাসপাতালের সামনে গাছতলায় শুয়ে অক্সিজেন নিয়েছেন রিনা খাতুন (৫৫) নামে এক রোগী। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

রিনা খাতুনের স্বামী আবদুল আজিজ দ্য ডেইলি স্টারকে জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল রাতে রিনা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পাঠানো হয় করোনা ওয়ার্ডের ইয়েলো জোনে। সেখানে শয্যা খালি না থাকায় বাধ্য হয়ে স্বজনরা তাকে করোনা ওয়ার্ডের বাইরে থাকা একটি টেবিলের ওপর রাখেন। আজ সকালে রোগীদের নমুনা সংগ্রহ শুরু হওয়ায় সেই টেবিলের ওপর থেকে তাকে নামিয়ে রাখা হয় হাসপাতালের সামনের গাছতলায়। সেখানে রেখেই তাকে অক্সিজেন দেওয়া হয়।

আজ রাত ১১টার দিকে আবদুল আজিজ টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, ‘আজ সন্ধ্যায় হাসপাতালের করোনা ওয়ার্ডের ইয়েলো জোনে একটি শয্যার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরে রিনাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।’

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। শয্যা বাড়িয়েও জায়গার সংকুলান না হওয়ায় বারান্দা কিংবা গাছতলায় থাকার মতো ঘটনা ঘটছে। তবে, আমরা ইয়োলো জোনের শয্যা ও জায়গা বাড়াতে কাজ করছি।’

বর্তমানে করোনা ওয়ার্ডের রেড জোনে ১৪৬ শয্যার বিপরীতে ১৩৬ জন ও ইয়েলো জোনে ২২ শয্যার বিপরীতে ৯৯ জন রোগী ভর্তি আছেন বলেও জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৭৮২টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ও ছয় জনের উপসর্গ ছিল। এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন ও মারা গেছেন ১৮১ জন৷