রোগীদের নিজের স্বজন ভেবে সেবা দিন: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের স্বজন ভেবে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, মানুষকে ভালোবাসা দিলে সেটি বহুগুণে ফেরত আসে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় ৪০০০ চিকিৎসকের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের শুধু রোগী না ভেবে আমাদের কাছের স্বজন ভেবে চিকিৎসা দিতে হবে। একজন চিকিৎসা প্রার্থী যে কষ্ট পাচ্ছেন সেটা নিজের মধ্যে অনুভব করতে হবে।
এসময় নিজের প্রথম কর্মস্থল মহেশখালীতে বিদ্যুতের অভাবে হারিকেন জ্বালিয়ে সার্জারি করার স্মৃতি বর্ণনা করে তিনি বলেন, 'এত বছর পরেও সে এলাকার মানুষ আমাকে মনে রেখেছে।'
নবনিযুক্ত চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে সেবা দিলে এভাবেই মানুষের ভালোবাসা পাবেন বলে তিনি আশা করেন।
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজের সার্জারির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ এবং বরিশাল মেডিকেল কলেজে সার্জারি বিভাগের সহকারী এবং সহযোগী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।