বগুড়ায় গত ২৫ ঘণ্টায় মৃত্যু ১৩, হাই ফ্লো নাজাল ক্যানুলার ‘সংকট’
গত ২৫ ঘণ্টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছেন।
আজ শুক্রবার হাসপাতাল সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ১৩ জনের মধ্যে সাত জন মারা গেছেন মোহাম্মদ আলী হাসপাতালে ও বাকি ছয় জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) বগুড়ার এই দুই হাসপাতালে মারা গেছেন ১১ জন। একই সময়ে জেলায় ৩৮০টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ১০০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।
মোহাম্মদ আলী হাসপাতালে সুপারিন্টেনডেন্ট ডা. এটিএম নুরুজ্জামান ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে পাঁচ জন মারা গেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মারা গেছেন আরও দুই জন। তাদের মধ্যে একজন নওগাঁর ও একজন বগুড়া সদরের। অর্থাৎ গত ২৫ ঘণ্টায় সেখানে মারা গেছেন মোট সাত জন।
মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলার সংকট রয়েছে এবং সে কারণেই মৃত্যু বাড়ছে বলে হাসপাতাল সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ১০ জন রোগীর অবস্থা সংকটজনক।
২০২০ সাল থেকেই জেলার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত সেখানে ২২৩ জন রোগী ভর্তি রয়েছেন। পরবর্তীতে সেখানে আরও রোগী ভর্তি হতে আসায় বর্তমানে নতুন রোগী ভর্তি করানোর মতো শয্যা খালি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাই ফ্লো নাজাল ক্যানুলার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. এটিএম নুরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের মাত্র দুটি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। কিন্তু, আমাদের এক শর বেশি নন-রিব্রেথিং মাস্ক রয়েছে এবং সব রোগীই সেন্ট্রাল লাইন থেকে অক্সিজেন পাচ্ছে।’