ডেইলি স্টার অফিসে ইউনাইটেড হাসপাতালের দিনব্যাপী হেলথ ক্যাম্পেইন
ইউনাইটেড হাসপাতালের আয়োজনে ডেইলি স্টার অফিসে হয়ে গেল দিনব্যাপী হেলথ ক্যাম্পেইন। প্রতিরোধমূলক স্বাস্থ্য স্ক্রিনিংকে উৎসাহিত করতে এ আয়োজনে বিনামূল্যে স্বাস্থ পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এদিন ডেইলি স্টারের ১০০ জনেরও বেশি সাংবাদিক ও কর্মীর মেডিকেল পরীক্ষা করা হয়।
এই ক্যাম্পে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ডায়েটিশিয়ান এবং সংশ্লিষ্ট সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন। তারা বিএমআই, রক্তচাপ, ডায়াবেটিক কাউন্সেলিং এবং কার্ডিয়াক স্ক্রিনিং করেন। পরীক্ষার উপর ভিত্তি করে, ডাক্তাররা নানা পরামর্শ দেন। এছাড়া ডায়েটিশিয়ানরা ডেইলি স্টার কর্মীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পরামর্শ দেন।
ইউনাইটেড হসপিটাল লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস এর জেনারেল ম্যানেজার মাসুদ আহমেদ বলেন, 'এই ক্যাম্পেইন ডেইলি স্টারের কর্মী এবং সাংবাদিকদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াবে'।
সুস্থ জীবন যাপনের জন্য স্বাস্থ্য পরীক্ষাসহ স্ক্রিনিংয়ের জন্য ইউনাইটেড হাসপাতালের নানা ধরনের প্যাকেজ অফার আছে।