২১ আগস্ট গ্রেনেড হামলা: কবে শেষ হবে বিচার প্রক্রিয়া

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম
21 August 2021, 15:28 PM

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ঘটনা ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা।

বিচারিক আদালতের রায় অনুসারে ২৪ জনের প্রাণ নেওয়া এবং তৎকালীন বিরোধীদলীয় নেতাকে হত্যার উদ্দেশ্যে করা এই বর্বোরিচিত হামলার পেছনে আচে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের বিভিন্ন মন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান, পুলিশ প্রধান।

পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এসব ব্যক্তি আঁতাত করে জঙ্গি সংগঠনের সঙ্গে।

দীর্ঘ ১৭ বছর পার হয়ে গেলেও গ্রেনেড হামলার বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি। কী অবস্থায় আছে বর্বরোচিত এ হামলার বিচার প্রক্রিয়া? কতদিন লাগবে এর চুড়ান্ত রায় পেতে? পলাতক আসামিদের আইনের আওতায় আনার জন্য কী উদ্যোগ নেওয়া হচ্ছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আশুতোষ সরকার।