কাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলা

By স্টার অনলাইন ডেস্ক
13 April 2022, 09:02 AM
UPDATED 13 April 2022, 16:05 PM

বাংলা একাডেমি প্রাঙ্গণে কাল থেকে শুরু হচ্ছে দশ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির উদ্যোগে চলবে এই মেলা।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখবেন বিসিক-এর চেয়ারম্যান মুহা. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

নববর্ষ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

সকাল ৮টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদ্‌যাপনে বর্ষবরণ-সংগীত, নববর্ষ বক্তৃতা, কবিতাপাঠ এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নববর্ষ বক্তৃতা প্রদান করবেন লোকসাহিত্য গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।