হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের

By স্টার অনলাইন রিপোর্ট
20 April 2022, 08:06 AM
UPDATED 20 April 2022, 17:56 PM

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ আহতদের সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানিয়েছে ঢাকা কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট আজ বুধবার নীলক্ষেত মোড়ে দুপুর দেড়টার দিকে এক লিখিত বক্তব্যে এই দাবি জানান।

তাদের অন্যান্য দাবিগুলো হলো—হোস্টেল ও ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অব্যাহত রাখতে হবে, হামলাকারী এডিসি হারুন অর রশীদকে প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে মঙ্গলবার দিনব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে।

সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন এবং শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকসহ অন্তত ৬০ জন  আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৩ জন ঢামেক হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।